স্কুল শিক্ষার্থীদের আপত্তিকর ভিডিও ভাইরাল
জেলা প্রতিনিধি, নীলফামারী : নীলফামারীর ডোমারে মিরজাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষের ভেতরে এক যুগলের আপত্তিকর ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ভিডিও নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুরো জেলাজুড়ে। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখা গেলে বিষয়টি নিয়ে বেশ উদ্বেগ দেখা দিয়েছে পুরো এলাকায়।
এ বিষয়ে স্কুলের সাবেক শিক্ষার্থী হামিদুর রহমান হাবিব ঢাকা মেইলকে বলেন, এ ধরনের ঘটনা আমরা কোনো দিন কল্পনাও করতে পারিনি। তবে আমার মনে হয় স্কুল কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে।
বিষয়টি নিয়ে মিরজাগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এস.এম আব্দুল কাদের ঢাকা মেইলকে বলেন, আমি রাতে শুনিনি, সকালে স্কুলে আসার পরেই শুনলাম। গতকাল বিকেল ৪টা পর্যন্ত স্কুলে তো ছিলাম, তখন শুনিনি। সব শিক্ষকদের সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করবো।
ডোমার উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) নাজমুল আলম ঢাকা মেইলকে বলেন, এ ধরনের কোনো বিষয় আমার নজরে এখনও আসেনি এবং কেউ কোনো অভিযোগও করেনি। তবে আমি খোঁজ নিয়ে বিস্তারিত জেনে উভয় শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবো।