লালমনিরহাটে দরিদ্র নারীদের উন্নয়নে কর্মশালা
স্বপ্ন প্রকল্প ২য় পর্যায়ের উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন বিষয়ক এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে লালমনিরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ ও জাতীয় প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) আবু সেলিম মাহামুদ উল হাসান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সাইফুল ইসলাম, সুইডেন অ্যাম্বাসির ন্যাশনাল প্রোগ্রাম অফিসার ইকরামুল হক সোহেল ও রোজী আক্তার এবং প্রকল্পের রিজিওনাল কোর্ডিনেশন এনালিস্ট আহমাদুল কবীর আকন।
উল্লেখ্য প্রধানমন্ত্রীর একটি অগ্রাধিকার প্রকল্প হিসেবে স্বপ্ন প্রকল্প মাধ্যমে হতদরিদ্র নারীদের অর্থনৈতিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের কাজ বাস্তবায়িত হচ্ছে।