রংপুরে জমজমাট শীতকালীন কবিতা উৎসব
রংপুরে অনুষ্ঠিত হলো জমজমাট শীতকালীন কবিতা উৎসব।কবিদের সংগঠন কতিপয় কবিতা কর্মী বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই উৎসবের আয়োজন করে।
অঞ্জলিকা সাহিত্যপত্র সম্পাদক কবি দিলরুবা শাহাদতের সভাপতিত্বে উৎসবের সূচনা পর্বে আলোচনায় অংশ নেন,কতিপয় কবিতা কর্মী সংগঠনের আহবায়ক সাংবাদিক মাহবুবুল ইসলাম, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ডা: মফিজুল ইসলাম মান্টু,ছড়াপত্র “টইটই” সম্পাদক আজহারুল ইসলাম, লেখক আবুল কাশেম ও বিশিষ্ট কবি তৌহিদা খাতুন। শীতকালীন কবিতা উৎসবে সত্তুর জনের বেশি কবি, ছড়াকার, স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তিতে অংশ নেন। উৎসবে বেশ কয়েকজন শিল্পী গান গেয়ে শোনান।