রংপুরে গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার
রংপুর নগরীর পাকার মাথা থেকে বিপুল পরিমান গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব ১৩ এর একটি আভিযানিক দল।
সুনিদ্রিষ্ট তথ্যের ভিত্তিত্তে গভীর রাতে রংপুর বগুড়াগামী মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে একটি মিনি ট্রাকের ত্রিপলের ভিতরে মোড়ানো ৫২ কেজি ৩০০ গ্রাম গাঁজার বস্তা উদ্ধার করে র্যাব সদস্যরা।এসময় তাঁরা গাঁজা পরিবহনে মিনি ট্রাকটি জব্ধ ও দুই মাদক কারবারীকে গ্রেফতার করে র্যাব।
বুধবার দুপুরে র্যাব ১৩ এর এক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাবের উপ-পরিচালক স্কোয়াড্রন লিডার মাহমুদ বশরি আহমদে।