রংপুর বিভাগ

রংপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ এক বৃদ্ধার মৃত্যু

নগর প্রতিবেদক : তীব্র শৈত্যপ্রবাহ আর হাড় কাঁপানো শীত থেকে রক্ষা পেতে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে জফুলা বেগম (৯০) নামে এক বৃদ্ধা দগ্ধ হয়ে মারা গেছেন। ওই বৃদ্ধা ১৭ ডিসেম্বর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইউনিটের নার্সিং ইনচার্জ সাইফুল ইসলাম।
বৃদ্ধার বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ওসমানপুর।

নিহত বৃদ্ধা জফুলা বেগমের ছেলে আবু হোসেন জানান, গত ১০ ডিসেম্বর সকালের দিকে তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে মার কাপড়ে আগুন লাগে। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। আগুনে শরীরের ৪০-৫০ শতাংশ পুড়ে যায়। বিশেষ করে শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় কোনো খাবার গ্রহণ করতে পারেননি তিনি।

এদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের অধীনে মোট ৩৮ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে গত এক সপ্তাহে আগুন পোহাতে গিয়ে তিন নারী ও এক শিশু দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকলেও অন্যান্য পোড়া রোগীদের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

এ বিষয়ে রমেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক শাহিন শাহ জানান, প্রতি বছরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ নারী ও শিশুর নিহতের সংখ্যা বাড়ছে এ জন্য জনগণের সচেতনতা প্রয়োজন। এ বিষয়ে সব সময় পরামর্শ দিচ্ছি। সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা রয়েছে। এজন্য তিনি গণমাধ্যম কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।