রংপুর বিভাগ

ভূরুঙ্গামারীতে নছিমনের ধাক্কায় বাবা ও ছেলে নিহত

কুড়িগ্রাম(ভূরুঙ্গামারী) প্রতিনিধিঃ ঘন কুয়াশার কারণে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নছিমনের (স্থানীয় পরিবহন) ধাক্কায় মোটরসাইকেলে থাকা বাবা ও ছেলে নিহত হয়েছেন।

রোববার (২১ জানুয়ারি) সকালে ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী-তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এর সত্যতা নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন।

দুর্ঘটনায় নিহত বাবা ও ছেলের পরিচয়- কচাকাটা থানার সরকারটারী গ্রামের আব্দুল হামিদের ছেলে শহিদুল ইসলাম (৫০) ও শহিদুলের ছেলে বিপ্লব (২০)। তারা দুজন মোটরসাইকেল আরোহী ছিলেন।

এলাকাবাসী জানান, কচাকাটা থেকে ভূরুঙ্গামারী আসার পথে উল্টো দিক থেকে আসা নছিমনের ধাক্কায় গুরুতর আহত হন মোটরসাইকেলে থাকা বাবা-ছেলে। ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।