শিক্ষা

বৃহস্পতিবার খোলা থাকবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেরোবিতে নতুন সময়সূচি অনুযায়ী ১লা জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন অফিস ও ক্লাস-পরীক্ষা চলবে। নতুন এই সময়সূচি মোতাবেক রবিবার হতে বৃহস্পতিবার পর্যন্ত নিয়মিত সকাল ৯টা হতে ৫টা পর্যন্ত অফিস ও ক্লাস-পরীক্ষা তথা একাডেমিক ও প্রশাসনিক কার্জক্রম চলবে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।

৪৭তম (বিশেষ) একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে শনিবার (২৯ জুন ২০২৪) অনুষ্ঠিত ১০৫তম সিন্ডিকেট সভায় নতুন সময়সূচির বিষয়টি অনুমোদন দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদের সভাপতিত্বে সভায় সিন্ডিকেটের অন্যান্য সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।