পুকুর থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার
রংপুর প্রতিনিধিঃরংপুর সদর উপজেলার রামনাথপুরে মর্জিনা নামের এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার সকালে ইউনিয়নের ব্র্যাকের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মর্জিনা বেগম সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের ভেলাপাড়া গ্রামের দুলাল হোসেনের স্ত্রী। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান হত্যা বা আত্মহত্যা যেভাবেই হোক না কেনো এই মৃত্যুর কারন সঠিকভাবে উদ্ঘাটন করবে পুলিশ। তবে ময়নাতদন্তের পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।