নিশামের অলরাউন্ডার নৈপূণ্যে চট্টগ্রামকে উড়িয়ে দিল রংপুর
ব্যাট হাতে দলকে শক্ত ভিত গড়ে দিলেন রেজা হেররিক্স। শেষ দিকে ঝড় তুললেন জেমি নিশাম। বল হাতেও আলো ছড়ালেন নিউজিল্যান্ড অলরাউন্ডার। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে উড়িয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুদ করল রংপুর রাইডার্স।
বিপিএলের দশম আসরের ২৭তম ম্যাচে শনিবার চট্টগ্রামকে ৫৩ রানে হারিয়েছে রংপুর। ৮ ম্যাচে সাকিব আল হাসানের দলের এটি ষষ্ঠ জয়। ১২ পয়েন্ট নিয়ে তারা আছে তালিকার শীর্ষে। সমান ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তিনে চট্টগ্রাম। আসরে এটি তাদের তৃতীয় পরাজয়।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২১১ রানের পাহাড় গড়ে রংপুর। জবাবে ৬ উইকেটে ১৫৮ রানে আটকে যায় চট্টগ্রাম।
ব্যাট হাতে ২৬ বলে অপরাজিত ৫১ রানের পর বল হাতে ৩২ রানে ২ উইকেট নিয়ে রংপুরের জয়ের নায়ক নিশাম। ৪১ বলে ৫৮ রান করেন ওপেনার হেনরিকস।
সংক্ষিপ্ত স্কোর:
রংপুর রাইডার্স : ২০ ওভারে ২১১/৩ (রনি ২৪, হেনড্রিকস ৫৮, সাকিব ২৭, সোহান ৩১*, নিশাম ৫১*; বিলাল ৪-০-৫১-০, আল আমিন ৪-০-৪০-০, শহিদুল ৪-০-৪২-০, সাকিল ২-০-১৫-২, নিহাদ ৩-০-২৭-১, সৈকত ১-০-১৫-০, শুভাগত ১-০-১০-০, ক্যাম্পার ১-০-৬-০)।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: (ব্রাউন ১০, সৈকত ৬৩, ব্রুস ১৪, শাহাদাত ১২, ক্যাম্পার ২৪, শুভাগত ৩১*, শাহিদুল ১, নাহিদুজ্জামান ২*; আশিকুর ২-০-২২-০, মেহেদি ৩-০-৩৩-০, সাকিব ৪-০-২৪-২, হাসান ৩-০-১৮-০, নিশাম ৪-০-৩২-২, তাহির ৪-০-২৮-১)।
ফল: রংপুর রাইডার্স রানে জয়ী।
ম্যান অব দা ম্যাচ: জিমি নিশাম।