চোখের চিকিৎসা নিয়ে ফিরলেন সাকিব
সিঙ্গাপুরে চোখের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। আপাতত ওষুধ চলবে, একইসাথে ক্লান্তি ও চাপ কমানোর পরামর্শ দেওয়া হয়েছে বাংলাদেশ অধিনায়ককে।
বুধবার দেশে ফিরেছেন সাকিব। সবকিছু ঠিক থাকলে পরের দিনই বিপিএলে তার দল রংপুর রাইডার্সের সাথে যোগ দেবেন এই তারকা অলরাউন্ডার।
বাংলাদেশের তিন সংস্করণের ক্রিকেটেরই নেতৃত্বে থাকা সাকিব সম্প্রতি জাতীয় সংসদের সদস্যও হয়েছেন। খেলার সাথে যা কাতে দিয়ে বাড়তি দায়িত্ব। থফে কতটা তিনি চাপ কমাতে পারবেন সেটাই এখন বড় প্রশ্ন।
ভারতে সবশেষ ওয়ানডে বিশ্বকাপ চলাকালে চেন্নাইয়ে ডাক্তার দেখিয়েছিলেন সাকিব। বলা হয়েছিল ‘চাপের’ কারণে এই সমস্যা, চাপ কমে গেলে সব ঠিক হয়ে যাবে। পরে যুক্তরাষ্ট্রে গিয়ে আবার চিকিৎসক দেখান তিনি, সে সময় কোনো সমস্যা ধরা পড়েনি।
এরপর দেশে ব্যস্ত সময় কাটানো নির্বাচনে জেতার পরের দিনই ফেরেন অনুশীলনে। চশমা পরে অনুশীলন করতেও দেখা যায় সাকিবকে। কোনো উপকার না পেয়ে ছোটেন লন্ডনে। সেখানেও কাজ না হওয়ায় এবার সিঙ্গাপুর থেকে আরও উন্নত চিকিৎসা নিয়ে ফিরলেন বিশ্বসেরা অলরাউন্ডার।