গ্রীন পিস নেটওয়ার্কঃ সবুজ পৃথিবীতে সাম্যের পথে
কাউনিয়া প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলা ও রংপুর সিটি কর্পোরেশন এলাকায় পরিবেশ রক্ষার সক্রিয় সংগ্রামে নিজেদের নাম লিখেছে “গ্রীন পিস নেটওয়ার্ক”। ২১ জানুয়ারী তারা তাদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। গত তিন বছরে সংগঠনটি শিশু ও নারী, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

কাউনিয়া হাইস্কুল মাঠে দিনব্যাপী আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই দিনটি উদযাপিত হয়। শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ এবং ক্ষুদে ফুটবলারদের সাথে কেক কাটা ও পরিচ্ছন্নতা অভিযানের মতো কর্মসূচি দিয়ে এই দিনটি আরো স্মরণীয় করে তোলে। অনুষ্ঠানে তিস্তা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শাহ মোবাশ্বারুল ইসলাম ইসলাম রাজু, কাউনিয়া মহিলা কলেজের প্রভাষক হুমায়ুন কবির তারা, রংপুর সিটি প্রেসক্লাব ক্রীড়া সম্পাদক হাসান ফেরদৌস রাসেল, আনহারুল ইসলাম রিয়ন সহ উপস্থিত শিক্ষক, সমাজসেবক এবং স্থানীয় জনপ্রতিনিধিরা গ্রীন পিস নেটওয়ার্কের অবদানের প্রশংসা করেন এবং তাদের ভবিষ্যৎ উদ্যোগের জন্য শুভকামনা জানান।
বিশেষ করে, গত বছরের কার্যক্রমে সক্রিয় অবদানের জন্য সেরা সংগঠক, সেরা ভলান্টিয়ার এবং সেরা উদীয়মান ভলান্টিয়ারদের সনদ ও সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়। এই স্বীকৃতি তরুণদের মধ্যে সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য অর্জনসহ পরিবেশ সচেতনতা বাড়াতে আরো অনুপ্রেরণা যোগাবে বলে আশা করা যায়।

গ্রীন পিস নেটওয়ার্কের সভাপতি ছাকিন আহমেদ আপন বলেন, “আমাদের লক্ষ্য হলো একটি সবুজ ও পরিচ্ছন্ন সাম্যের পৃথিবী গড়ে তোলা।” তিনি আরও বলেন, “আমরা পরিবেশ রক্ষায় সহ শিশু ও নারী এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কাজ করে যাব।
গ্রীন পিস নেটওয়ার্কের এই উদ্যোগ রংপুর অঞ্চলের পরিবেশ রক্ষায় একটি উজ্জ্বল উদাহরণ। তাদের এই অক্লান্ত পরিশ্রম সামনের দিনে আরো বেশি ফল বয়ে আনবে বলে বিশ্বাস করা হয়।