কুড়িগ্রাম ১৫ নারী কৃষককে দেড় লক্ষ টাকা বিতরণ
কুড়িগ্রামে স্মার্ট লাইভলিহুড এগ্রিকালচার নারী কৃষকদের সম্পক্ততা বাড়াতে ১৫জন নারী কৃষককে ১০ হাজার টাকা করে মোট দেড়লক্ষ টাকা বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে বেসরকারি সংগঠন এএফএডি’র পার-২ প্রকল্পর মাধ্যমে এই অর্থ বিতরণে উপস্তিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. মামুনুর রহমান, হোলাখানা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, এএফএডির নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন প্রমুখ।
জলবায়ু স্মার্ট জীবিকা নির্বাহ ট্রায়াল সট করতে ১৫ নারী কৃষককে এই অর্থ সহায়তা প্রদান করা হয়। এর মাধ্যমে ক্লাইমেট স্মার্ট প্লট তরীর মাধ্যমে নারীরা দুর্যোগ সহনশীল কৃষি ব্যবস্থার উন্নয়ন সহায়ক ভূমিকা পালন করবেন।
ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশের আর্থিক সহায়তায় স্থানীয় সংগঠন এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভলপ্টমেন্ট (এএফএডি) পার-২ প্রকল্পের মাধ্যমে কুড়িগ্রাম ও জামালপুর জেলায় ৪টি উপজেলার ৮টি ইউনিয়নে নারী সংগঠনের মাধ্যমে ৪০জ নারী কৃষকদের সচতনতাবৃদ্ধিতে এই কর্মসূচি বাস্তবায়ন করছে।