জুলাই বিপ্লবে উল্লেখযোগ্য ভুমিকা ছিল সাংবাদিকদের-রংপুর বিভাগীয় কমিশনার
রংপুর প্রতিনিধিঃ রংপুর বিভাগীয় কমিশনার মো: শহিদুল ইসলাম এনডিসি বলেছেন, জুলাই বিপ্লবে উল্লেখযোগ্য ভুমিকা ছিল সাংবাদিকদের। আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের বুক চিতিয়ে গুলিকে আলিঙ্গন করার চিত্র তাৎক্ষনিক দেশ তথা সারাবিশ্বে এই সাংবাদিকরাই প্রচার করায় আন্দোলন বেগবান হয় এবং সরকারের পতন ঘটে।
সোমবার (১১ নভেম্বর) বিকেলে সিটি প্রেসক্লাব রংপুরের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সাংবাদিকরা এখন মন খুলে লিখতে এবং বলতে পারছেন। তাই গণঅভ্যুত্থান পরবর্তি আবু সাঈদের বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের আরো সক্রিয় ভুমিকা রাখার আহবান জানান।
সিটি প্রেসক্লাব সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মজিদ আলী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরিফ উদ্দিন, রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছালেকুজ্জামান ছালেক, দৈনিক যুগের আলো’র প্রকাশক ও সম্পাদক মমতাজ শিরীন ভরসা, রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহার মান্নান, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ জহির আলম নয়ন। আরো বক্তব্য রাখেন মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, সিটি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জুয়েল আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক ও সঞ্চালনা করেন কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন। এসময় উপস্থিত ছিলেন দৈনিক বায়ান্নর আলো’র ভারপ্রাপ্ত সম্পাদক তাজিদুল ইসলাম লাল, দৈনিক প্রথম খবরের বার্তা সম্পাদক তৌহিদুল ইসলাম বাবলা, সিটি প্রেসক্লাবের আজীবন সদস্য তানভীর আহমেদ তুষার ও কণ্ঠশিল্পী অন্তর রহমান, সিটি প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম খলিল বাবু, দপ্তর সম্পাদক আলী হায়দার রনি, প্রচার সম্পাদক ফুয়াদ হাসান, ক্রীড়া সম্পাদক হামীম আব্দুল্লাহ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শাহ আলম, কার্যকরী সদস্য সাকিল আহমেদ, সাঈদ মফিদুল হক বাবু, উদয় চন্দ্র বর্মন, সদস্য শাহীদুর রহমান শাহিদ, আসাদুজ্জামান আরমান, তারিকুল ইসলাম তারেক, শাহ নেওয়াজ জনি, নুরুন্নবী, এস এম শহীদুল ইসলাম, আকতারুল জামান, নুর মোহাম্মদ. কামরুল ইসলাম টিটু, মীর আনোয়ার আলী, আলামিন, হাসান ফেরদৌস রাসেল, আমানত আলী, আরমানুল হক, রফিকুল ইসলাম সাবুল, মৌসুমী শংকর ঋতা, হামিদুর রহমান।
অনুষ্ঠানে রংপুরের সাংবাদিক সমাজসহ সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ।